বাউফলে বঙ্গবন্ধুর লেখা বই বিতরণ

বাউফলে বঙ্গবন্ধুর লেখা বই বিতরণ

এম অহিদুজ্জামান ডিউক, বাউফল প্রতিনিধি : “জ্ঞানের আলোয় খুজি স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধু সম্ভাবনার ” প্রতিপাদ্যকে সামনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর লেখা বই বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় পটুয়াখালী বাউফলের হাজী হাতেম আলী মৃধার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। ঢাকাস্থ আদাবাড়িয়া ইউনিয়ন কল্যান সমিতির পক্ষ থেকে ১২০ জন শিক্ষার্থিকে শিক্ষা উপকরন ও প্রধান অতিথির পক্ষ থেকে  ৪টি প্রাথমিক, ২টি মাধ্যমিক, ২টি মাদ্রাসা ও ১টি বালিকা দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধুর লেখা বই প্রদান করা হয়। সমিতির আহবায়ক মো: আলআমিন আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আল আমীন মৃধা, সহ সভাপতি আনিচুর রহমান, কোষধ্যক্ষ পারভেজ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের শিক্ষার্থী মো: ইউনুছ ও সমাজ সেবক সামছুল হক সানু। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রধান গন সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।